এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) প্রশ্নের উত্তর। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) প্রশ্নের উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান ২০২৪

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী
সময়—২৫ মিনিট পূর্ণমান – ২৫.

বিষয় কোডঃ 275        সেট: ঘ

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের – মান ১।]

১। double ডেটা টাইপের ফরমেট স্পেসিফায়ার কোনটি?

(ক) % d (ঘ) % f

২। প্রোগ্রামের লুপে i এর মান 1 বৃদ্ধি করতে ব্যবহৃত হয় —

i. i++
ii. i=i+1
iii. i+=1

নিচের কোনটি সঠিক?\

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii i, ii ও iii

৩। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমরি ?

(ক) ক্যাশ মেমরি’ (খ) RAM (গ) ROM রেজিস্টার

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

for ( i = 10; i<= 15; i+= 2

{ if (i>.12) printf(“%d “, i + 1); else } print f (“%d”, i-1);

৪। উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কোনটি?

9 11 15.  () 10 11 1 (T) 10 12 1 (7) 9 11 14.

৫। উদ্দীপকে । > 12 এর পরিবর্তে < 12 হলে আউটপুট হবে—

(ক) 11 13 15 11 11 13 (গ) 11 13 13 () 10 12 14

৬। ০ থেকে ৩১ গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপফ্লপ ব্যবহার করতে হবে?

(গ) ১৬ (ঘ) ৩২

৭। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলে—

আপলোড রিকোয়েস্ট (গ) ব্রাউজ (ঘ) রেসপন্স

উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

রফিক ICT ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির HTML কোড লিখে ওয়েবসাইট তৈরি করে। ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে

না। রফিক তার ওয়েবপেইজটিকে পাবলিশ করার চিন্তা করলো।

৮। উদ্দীপকে লাইন প্রদর্শন না করার কারণ কী?

(ক) align= “g” border = “0” (গ) border = “No” (ঘ) caption = “0”

৯। উদ্দীপকের ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য কী করতে হবে?

i. ওয়েব হোস্টিং ii. ডোমেইন রেজিস্ট্রেশন iii. হাইপারলিংক

নিচের কোনটি সঠিক?

(খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১০। ওয়েবপেইজের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?

(খ) <b>….</b> (গ) <li></li> () <01></01>

চট্টগ্রাম বোর্ড

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান

১১। চ্যাটিং ও গ্রুপ SMS এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো—

(ক) ব্রডকাস্ট (খ) সিমপ্লেক্স মাল্টিকাস্ট (ঘ) ইউনিকাস্ট

১২। ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে?

(ক) ২য় ৩য় (ঘ) ৫ম

১৩। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেইট দিয়ে?

XNOR

(খ) OR

NOR XOR

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

১৪। উদ্দীপকে Y এর মান কত?

(গ) 1 (ঘ) A Y=?

১৫। উদ্দীপকের ইনপুট O এর পরিবর্তে B হলে বর্তনীয় আউটপুট কত হবে?

AOB (খ) AB (গ) AB + AB (ঘ) AB + AB

১৬। (31)10 সংখ্যাটির ২’s complement কত?

() 11000111 11100000 (t) 11000010 11100001

১৭। (01011111)2 এর সমকক্ষ মান

i. (5F) 16 ii.. (137)g iii. ( 95 ) 10

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii i, ii ও iii

১৮। AB + BC-এর দ্বৈত পরিপূরক কোনটি?

(ক) ABO BC (খ) AB + BC AB+BC (ঘ) AB + BC

১৯। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কী বলে?

(ক) ডিপ লার্নিং-  নিউরাল নেটওয়ার্ক গ) ‘মেশিন লার্নিং (ঘ) নিউরাল পাথ

২০। বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন?

(ক) ভুট্টা (খ) ধান (গ) চা পাট

২১। কৃত্তিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বার বার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরি হয় কীসের সাহায্যে?

রিইনফোর্সমেন্ট লার্নিং (খ) আনসুপারভাইজড লার্নিং (গ) এনফোর্সমেন্ট লার্নিং : (ঘ) সুপারভাইজড লার্নিং

২২। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

Read More:  110 Adjectives For R: Comprehensive Guide

(ক) বায়োমেট্রিক্স (খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োইনফরমেটিক্স (ঘ) রোবটিক্স

২৩। কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে?

(ক) স্টার রিং মেশ (ঘ) ট্রি

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

কোর (ব্যাস ৬০ মাইক্রন

২৪। উপরের উদ্দীপকে কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটি হচ্ছে-

(ক) জাকেট  কোডিং (গ) কন্ডাক্টর :  (ঘ) ইনসুলেটর

২৫। উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য—

i. বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠানো যায়   ii. স্বল্প দূরত্বে হাই স্পিডের ট্রান্সমিশন হয় iii. এতে ব্যবহৃত প্রযুক্তিটি সহজ-সুলভ হয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii i3 iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

কুমিল্লা বোর্ড

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন সমাধান

বহুনির্বাচনি অভীক্ষা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

[২০২৪ সালের সিলেবাস অনুযায়ী সময়- ২৫ মিনিট

পূর্ণমান – ২৫ বিষয় কোড : 275

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১। একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে, ইনপুট কত দিতে হবে?

(খ) 7 (গ) 8 (ঘ) 9

২। Y = ABC + C + BC-এর সরলীকৃত মান কত?

(ক) A (খ) B C (ঘ) AB

৩। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন

i. HTML ii. PHP iii. css

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii !!! &! (গ) ii ও iii (ঘ) i, it ও iii

৪। এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি?

(ক) <td> (খ) <tr> < br> (ঘ) <th>

৫। দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কী বলে?

হাইপারলিঙ্ক (খ) অ্যাট্রিবিউট (গ) কানেকশন (ঘ) ইমেজিং

৬। HTML এর সম্পূর্ণ কনটেন্ট কোন ট্যাগে থাকে?

(ক) <title> ………. </title> <html> </html>  (গ) <body> …. </body> (ঘ) <head> </head>

৭। ওয়েব সাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কী বলে?

(ক) ওয়েব ডকুমেন্ট (খ) ওয়েব ডিজাইন (গ) ডোমেইন নেইম রেজিস্ট্রেশন ওয়েব হোস্টিং

৮। for ( i = 1; i<= 9; i + = 2 ) printf(“%d”, i); কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?

() 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 () 1, 2, 3, 4, 5, 6, 7, 8 1, 3, 5, 7, 9 () 2,4,6,8

৯। প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে, তা সংশোধনের পদ্ধতিকে কী বলে?

(ক) কোডিং (খ) এনকোডিং (গ) ডিকোডিং ডিবাগিং

১০। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি?

ফাংশন অ্যারে (গ) পয়েন্টার (ঘ) স্ট্রাকচার

১১। সি প্রোগ্রামে ডেটা আউটপুট এর জন্য ব্যবহৃত ফাংশন কোনটি?

printf( ) scanf( ) (গ) float () (ঘ) getch()

১২। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

আগন (খ) হাইড্রোজেন (গ) অ্যামোনিয়া নিয়ন

কুমিল্লা বোর্ড

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:

বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে।

১৩। উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি?

(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স ন্যানোটেকনোলজি (ঘ) বায়োইনফরমেটিক্স

১৪। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ—

i. স্বাস্থ্যসম্মত ii. নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে iii. আর্দ্রতা প্রতিরোধী

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii i, ii ও iii

১৫। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়?

i. DNA-এর সজ্জা পরিবর্তনে ii. বংশগতির ধারা অনুসন্ধানে iii. স্বাক্ষর শনাক্তকরণে

নিচের কোনটি সঠিক?

i3 ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৬। বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়—

(ক) কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যক্তি শনাক্তকরণে (গ) যোগাযোগক্ষেত্রে (ঘ) চিকিৎসাক্ষেত্রে

১৭। রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?

১৯। দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের?

(ক) PAN LAN (গ) MAN (ঘ) WAN

২০। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কী?

(ক) থিকনেট (খ) থিননেট পিকোনেট (ঘ) স্ক্যাটারনেট

২১। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল ব্যবহৃত হয়?

(ক) বাস টপোলজি (খ) রিং টপোলজি (গ) স্টার টপোলজি মেশ টপোলজি

২২। বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি?

(ক) AND OR (গ) NOT (ঘ) NOR

২৩। ASCII-8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়?

(ক) 16 (খ) 32 (গ) 128 256

২৪। .(E)16 + (11)2 + (7) g এর মান হতে পারে

(ক) ইউনিকাস্ট (খ) মাল্টিকাস্ট ব্রডকাস্ট (ঘ) অ্যানিকাস্ট

উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:

Read More:  Let Me Know What You Think: Professional Alternatives for Effective Communication

‘X’ কলেজের আই.সি.টি. শিক্ষক শুধু তার দিয়ে দশটি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল ।

১৮। উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে?

(ক) ট্রি (খ) মেশ বাস

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii i8 iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৫। NAND গেটের আউটপুটকে NOT গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়?

AND OR (গ) X-OR (ঘ) X-NOR

ঢাকা বোর্ড

বহুনির্বাচনি অভীক্ষা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

[২০২৪ সালের সিলেবাস অনুযায়ী সময়—২৫ মিনিট পূর্ণমান ২৫

বিষয় কোড: 275 সেট: গ

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।] প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না ।

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :

১। নিচের কোনটি নন মেটালিক ক্যাবল?

(ক) টুইস্টেড পেয়ার ক্যাবল (খ) কো-এক্সিয়াল ক্যাবল ফাইবার অপটিক ক্যাবল (ঘ) টেলিফোন ক্যাবল

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :

‘ক’ কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত ৮টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিডাইসের অধীনে যুক্ত আছে।

২। উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে-

Y এর মান কোনটি?

(ক) A + B (ক) বাস স্টার (খ) রিং (ঘ) মেশ

৩। উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস—

i. ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় ii. ডেটা ফিল্টারিং করতে পারে iii. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে

নিচের কোনটি সঠিক?

i3 ii (গ) ii ও iii (খ) i ও iii (ঘ) i, ii ও iii

৪। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?

A+B (গ) A+ B (ঘ) A + B

৮। উদ্দীপকে Y = 0 যখন

(ক) A = 0, B = 0 (খ) A = 0, B = 1 A = 1, B = 0 (ঘ) A = 1, B = 1

৯। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?

<h1> (গ) <h3> (খ) <h2> (ঘ) <h6>

৫। ( 11001-01002 এর সমতুল্য অক্টাল সংখ্যা কত?

১০। তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে

i. <01> ii. <ul> iii. <li>

(ক) (25-25) g (*) (52-52)g (31-20)8 (ঘ) ( 62-20) g

৬। নিচের কোনটি টেক্সট এডিটর?

নোটপ্যাড খ) জাডা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii i, ii ও iii

১১। (FF) 16 এর পূর্বের সংখ্যা কোনটি?

(গ) পাইথন (ঘ) ওরাকল (ক) EE FE() EF ঘ) FO

<p> a <sup>2 </sup> b <sub> 2 < / sub> </p> এর ফলাফল কোনটি?

(*) a2b2 a2b2 (st) a2b2 (ঘ) 22

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :

# include<stdio.h>
main () {
int i;
for ( i = 1; i<= 6; i = 1 + 1)

১৯। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা?

(ক) COBOL (st) HTML (খ) ORACLE PROLOG

২০। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি?

(ক) ন্যানোটেকনোলজি (খ) রোবটিক্স (গ) বায়োমেট্রিক্স বায়োইনফরমেটিক্স

২১। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়?

(ক) প্রথম (খ) দ্বিতীয় তৃতীয় (ঘ) চতুর্থ

২২। ক্রায়োজনিক এজেন্ট হচ্ছে—

{
if(i== 4)
Continue;
printf( “HTML” );
}

i. তরল নাইট্রোজেন
ii. তরল হাইড্রোজেন

১৩। উদ্দীপকের প্রোগ্রামটিতে “HTML” কতবার প্রদর্শিত হয়?

iii.অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

(খ) 4 (ঘ) 6 (ক) i ও ii

১৪। প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটগুলো হচ্ছে-

i. Arithmetic ii. Logical iii. Relational\

(ক) i ও ii (গ) ii ও iii

১৫। স্থায়ী মেমোরি হচ্ছে-

i. RAM ii. Hard disks iii. DVD

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii ii 3 iii i’s iii (ঘ) i, ii ও ili (খ) i ও iii (ঘ) i, ii ও iii

১৬। ডেটা টাইপ double এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?

(ক) %d (ST) %.ld % f % If

১৭। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়?

(ক) বৃত্ত (গ) রম্বস

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও : ড. রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় । ড. রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায় ।

২৩। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

রোবটিক্স (খ) বায়োমেট্রিক্স (গ) বায়োইনফরমেটিক্স (ঘ) ন্যানোটেকনোলজি

২৪। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে

i. পাসপোর্টে
ii. জন্ম নিবন্ধনে
iii. ভোটার নিবন্ধনে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii iiii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৫। মাল্টিকাস্ট মোড হতে পারে—

i. Simplex ii. Half-duplex lil. Full-duplex

Read More:  এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড)

নিচের কোনটি সঠিক?

(ক) 13/1 13 iil liiii i, ii ও iii

দিনাজপুর বোর্ড

বহুনির্বাচনি অভীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২০২৪ সালের সিলেবাস অনুযায়ী সময়—২৫ মিনিট পূর্ণমান ২৫

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না ]

৬। সঠিক HTML Syntax কোনটি? –

১। মেশ টপোলজিতে ১২টি নোডের জন্য মোট তারের সংখ্যা হবে—

(ক) ৪৫ (গ) ৬০ (খ) ৫৫ ৬৬

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :

জনাব রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন। তার অফিসে ১৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়।

২। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন?

(ক) স্ট্রিমিং মুভি (খ) স্ট্রিমিং HD মুভি (গ) ডিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং HD

৩। উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে—

i. কো-এক্সিয়াল ক্যাবল ii. টুইস্টেড পেয়ার ক্যাবল iii. ফাইবার অপটিক ক্যাবল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii iiiii (খ) i ও iii (ঘ) i, ii ও iii

৪। পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে?

(ক) BCD Unicode (খ) ASCII (ঘ) EBCDIC

৫। তথ্য ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত —

i. অ্যাডার ii. ফ্লিপফ্লপ iii. রেজিস্টার

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (ক) <em> emphasize < cm/> (খ) <b> Bold text <b> <i> Italic </i> (ঘ) <u> Underline <\u>

৭। HTML এ একাধিক রোকে মার্জ করতে কোন এট্রিবিউট ব্যবহৃত হয়?

(ক) colspan rowspan (খ) cellpadding (ঘ) cellspacing

৮। নিচের কোনটি রিলেশনাল অপারেটর?

(ক) # # = (গ) (ঘ) >>

প্রোগ্রামের ভুলত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয়—

(ক) ডিকোডিং ডিবাগিং (খ) এনকোডিং (ঘ) কারেকশন

১০। দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়?

Stremp () (গ) Strin () (খ) Strlen () (ঘ) Strpn ( )

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :

#include<stdio.h>
main ()
{ float A = 21.5;
float B = 9.7;
float sum = A + B;
print f(“summation %-2f”, sum);
}

১১। প্রোগ্রামটির আউটপুট কত হবে?

(খ) i ও iii iiiii (ঘ) i, ii ও iii (ক) 31 (গ) 32.

দিনাজপুর বোর্ড

১২। প্রোগ্রামটির ভ্যারিয়েবলগুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করবে?

(ক) ৮ (গ) ১৬ ১২ (ঘ) ২০

১৩। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ?

(ক) Virtual reality (*) Bioinformatics Nano technology (ঘ) Genetic engineering

১৪। নিচের কোন গ্যাসটি ক্রায়োজনিক এজেন্ট নয়?

20.1 (1A-48)16 এর সমতুল্য বাইনারি মান-

(*) 10110-01001 () 11001-01001 (St) 11010-00101 11010-01001

নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

২১। S এর আউটপুট কত হবে?

(ক) A+B (ক) নাইট্রোজেন কার্বন মনো অক্সাইড (গ) আর্গন (ঘ) অক্সিজেন

১৫। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি?

মেশিন লার্নিং কম্পিউটার ভিশন iii. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (গ) ii ও iii (খ) i ও iii i, ii ও ii

২২। উদ্দীপকের ব্লকচিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেইটের প্রয়োজন-

AND ii. X-OR iii. OR

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও

ডা. নিহান মাছ-মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন

করে সফলতা অর্জন করেন।

১৬। উদ্দীপকে ডা. নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন?

(ক) Bioinformatics (*) Biometric, Genetic engineering (ঘ) Artificial intelligence

১৭। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে—

i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৩। একটি ওয়েবসাইটের অংশ হল—

i. সার্ভার ii. ক্লায়েন্ট iii. ডকুমেন্ট জীববৈচিত্র্যের সৃষ্টি হবে ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে iii. চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে

নিচের কোনটি সঠিক?

(গ) i ও iii (খ) I ও iit (ঘ) i, ii ও iii

১৮। নিচের কোনটি Simplex মোড এর উদাহরণ?

জয়স্টিক (গ) টেলিফোন (খ) ফ্যাক্স (ঘ) এস.এম.এস

১৯। ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে?

২৪। একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কী বলা হয়?

(ক) ডোমেইন হোস্টিং (গ) আইপি এড্রেস (ঘ) প্রোটোকল

উদ্দীপকটি পড় এবং ২৫নং প্রশ্নের উত্তর দাও :

<ul type = “circle”>
<li> ict</li>
</ul>

২৫। উদ্দীপকটির আউটপুট হবে—

(ক) i ও ii is ill (গ) ii ও iii (ঘ) i, i ও iii

আরো পড়ুনঃ এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান

Leave a Comment