এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) প্রশ্নের উত্তর। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলে এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) প্রশ্নের উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪

Dhaka Board

এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান

নৈর্ব্যক্তিক অভীক্ষা
বাংলা
বিষয় কোড : 202
দ্বিতীয় পত্র
[২০২৩ সালের সিলেবাস অনুযায়ী]
সেট :
সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]

১। বাপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?

(খ) ভালু (গ) দন্ত (ঘ) আলজিভ

২। “তাকে আসতে বললাম, তবু এল না – বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

(ক) সাধারণ (খ) বিকল্প জন্য বিরোধ (ঘ) সাপেক্ষ

৩। ‘গৌণ’ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি ?

(ক) হাতাত (গ) কদবেল (গ) (ঘ) গরহাজির

৪। ‘জাকাত’ কোন ভাষার শব্দ?

(ক) তুর্কি (খ) হিন্দি (গ) ফারসি 4) আরবি

৫। ‘পকেট মারা’-গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?\

(ক) প্রযোজক সরল গ) সংযোগ (খ) যৌগিক

৬। ‘ফুলের গন্ধে ঘুম আসে না’—এই বাক্যে ‘ফুলের’ কোন কারক?

(খ) অধিকরণ (গ) অপাদান (ঘ) কর্ম

৭। সাকার’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) আকার নিরাকার (গ) সরব (ঘ)

৮। ক্ষিতি’ কোন শব্দের প্রতিশব্দ?

(ক) পর্বত (খ) আকাশ (গ) সমুদ্র sus পৃথিবী

৯। মৌলিক ব্যঞ্জনধ্বনি কতটি?

(ক) ৭টি (খ) ১১টি ৩০টি (ঘ) ৩৯টি

১০। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়?

বিশেষ্য, সর্বনাম (খ) বিশেষণ, ক্রিয়া (গ) অব্যয়, ক্রিয়া (ঘ) সর্বনাম, অব্যয়

১১। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

(ক) রাজপথ 4) সেতার (গ) মনমাঝি (ঘ) ঝড়বৃষ্টি

১২। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

(ক) পরস্পর (খ) তুই, তোরা (গ) এই, এরা যারা তারা

১৩। নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যাশন?

(ফ) তেইশে ) তেহাই (গ) শী (ঘ) পহেলা

১৪। তার মঙ্গল হোক।’—কোন প্রকার বাকা?

(a) অনুজ্ঞাবাচক (খ) প্রশ্নবাচক (গ) বিবৃতিবাচক (ঘ) আবেগবাচক

১৫। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?

Read More:  Synonyms for "Plays an Important Role": 10 Alternatives

(ক) পরিচ্ছেদ (খ) তপোবন

২২। ‘শত্রু’ শব্দের অর্থ কী?

শাতড়ি (4) (গ) শ্বতর (গ) চি

২৩। বকার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?

(ক) বাচ্য (গ) যোৱাক (ঘ) আবেগ

২৪। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

(ক) তারা বাড়িটি তৈরি করেছে। (গ) গবাক্ষ (a) একাদশ

১৬। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

(ক) মাথার উপরে নীল আকাশ । (খ) আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা। (a) মন দিয়ে লেখাপড়া করা দরকার। (ঘ) হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।

কোনগুলো অঘোষ ধ্যান?

(খ) চিঠিটা পড়া হয়েছে। (গ) এবার বাঁশিটি বাজাও। আমার যাওয়া হলো না।

২৫। কোনটি অনুকার বিত্বের উদাহরণ?

কিশমিশ (ধ) টসটস (গ) ঘুমঘুম (ঘ) সুরেঘুরে

২৬। গুণ বিশেষ্য কোনটি?

(ক) লবণ (খ) পর্বত (গ) ভোজন (গ) চ. জ (ঘ) ড. ম

১৮। ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ—

(ক) একটা (খ) বেলা দেশ (ঘ) খেলা

১৯। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে –

(ক) উদ্দেশ্য পূরক (গ) কর্ম (ঘ) প্রসারক

২০। নিচের কোনটি যৌগিক বাক্য?

(ক) পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে। এই বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। (গ) লোকটি অশিক্ষিত হলেও অস্র নয়। (ঘ) যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

২১। ‘চাটুকার’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

(ক) ঠোঁট কাটা (খ) ভুঁইফোঁড় (গ) গোঁফ খেজুরে খয়ের খা ( দীনতা

২৭। ‘বেলে মাটি’ কোন জাতীয় বিশেষণ?

(ক) অবস্থাবাচক উপাদানবাচক (গ) পরিমাণবাচক XX) ভাববাচক

২৮। নিচের কোনটি করুণা আবেগ?

(ক) বাহ্, চমৎকার লিখেছ। (খ) বেশ, তবে যাওয়াই যাক। (গ) যাকগে ওসব কথা থাক। এবং হায় হায়! ওর এখন কী হবে!

২৯। ‘টিপ টিপ বৃষ্টি পড়ছে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে?

(ক) নেতিবাচক (খ) কালবাচক গো ধরনবাচক (ঘ) স্থানবাচক

৩০। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে?

(খ) টুকু (5) খানি

এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান

সেট : ০১ বাংলা (আবশ্যিক)
দ্বিতীয় পত্র
১০১৭/২০২২
২০২২ সালের সিলেবাস অনুযায়ী।
বিষয় কোড :
সময় – ৬ ঘণ্টা
পূর্ণমান ৫০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]

১। (ক) বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

১) আদ্য ‘অ’:

নিয়ম: যখন শব্দের শুরুতে ‘অ’ আসে, তখন তাকে ‘অ’ বলে উচ্চারণ করা হয়।
উদাহরণ:
অক্ষর
অমর
অরণ্য
অসীম
অপরাধ
২) মধ্য ‘অ’:

নিয়ম: যখন শব্দের মাঝখানে ‘অ’ আসে, তখন তাকে ‘অ’ বলে উচ্চারণ করা হয়।
উদাহরণ:
কন্যা
মণ্ডল
রণক্ষেত্র
পতঙ্গ
সহায়তা
৩) অন্ত্য ‘অ’:

Read More:  নিউটনিয়ান বলবিদ্যা - এইচএসসি - পদার্থবিজ্ঞান ১মপত্র সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

নিয়ম: যখন শব্দের শেষে ‘অ’ আসে, তখন তাকে ‘অ’ বলে উচ্চারণ করা হয়।
উদাহরণ:
গান
বই
খেল
কথা
পাঠ
৪) ‘অ’ যুক্তবর্ণ:

নিয়ম: যখন ‘অ’ দিয়ে কোনো বর্ণের সাথে যুক্তবর্ণ তৈরি হয়, তখন ‘অ’ কে লুপ্ত বলা হয়।
উদাহরণ:
ক+অ = ক (কণ্ঠ্য)
প+অ = প (পৌষ্টিক)
ব+অ = ব (ব্যাকরণ)
ম+অ = ম (মন)
ন+অ = ন (নদী)
৫) ‘অ’ স্বরবর্ণ:

নিয়ম: যখন ‘অ’ কোনো শব্দের মধ্যে স্বরবর্ণ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে ‘অ’ বলে উচ্চারণ করা হয়।
উদাহরণ:
রামায়ণ
গীতাঞ্জলি
মহাকাব্য
মহাবিশ্ব
মহাসাগর

অথবা,

(খ) প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

১) তৎসম শব্দের বানান:

নিয়ম: সংস্কৃত থেকে বাংলায় আগত শব্দগুলোকে ‘তৎসম শব্দ’ বলে। এই শব্দগুলোর বানান যথাসম্ভব সংস্কৃত বানান অনুসরণ করে।
উদাহরণ:
पुस्तक (পুস্তক)
विद्यालय (বিদ্যালয়)
मनुष्य (মানুষ)
शिक्षक (শিক্ষক)
चन्द्र (চন্দ্র)
২) তদ্ভব শব্দের বানান:

নিয়ম: সংস্কৃত থেকে বাংলায় আগত শব্দগুলোর বানানে কিছু পরিবর্তন এসেছে, এগুলোকে ‘তদ্ভব শব্দ’ বলে।
উদাহরণ:
पुस्तक (পুঁথি)
विद्यालय (স্কুল)
मनुष्य (মানুষ)
शिक्षक (শিক্ষক)
चन्द्र (চাঁদ)
৩) যুক্তবর্ণের বানান:

নিয়ম: যখন দুটি বা ততোধিক বর্ণ একত্রিত হয়ে একটি নতুন বর্ণ তৈরি করে, তখন তাকে ‘যুক্তবর্ণ’ বলে। যুক্তবর্ণের বানান নির্দিষ্ট নিয়ম মেনে চলে।
উদাহরণ:
ক+খ = ক্খ (কখ)
প+ফ = ফ্ফ (ফল)
ব+ভ = ভ্ভ (ভবন)
ম+য = য্য (যযাতি)
ন+র = ণ্ণ (কণ্ণা)
৪) স্বরবর্ণের বানান:

নিয়ম: বাংলায় ১২টি স্বরবর্ণ রয়েছে। প্রতিটি স্বরবর্ণের নিজস্ব বানান রয়েছে।
উদাহরণ:












৫) বিসর্গের বানান:

নিয়ম: ‘অ’ ধ্বনির পর যখন বিসর্গ (ঃ) ব্যবহৃত হয়, তখন তাকে ‘অ’ বলে উচ্চারণ করা হয়।
উদাহরণ:
কালঃ
তথাঃ
ইত্যাদিঃ
স্বঃ
ইত্যাদি
উল্লেখ্য যে, প্রমিত বাংলা বানানের আরও অনেক নিয়ম রয়েছে। উপরে উল্লেখিত নিয়মগুলো হলো মৌলিক কিছু নিয়ম।

(ক) সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

সর্বনাম পদ বলতে বোঝায় এমন শব্দকে যা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়। সহজ কথায়, যখন আমরা কোনো ব্যক্তি, স্থান, জিনিস, ধারণা ইত্যাদির নাম উল্লেখ করার পরিবর্তে তার পরিচয় নির্দেশ করে এমন শব্দ ব্যবহার করি, তখন সেগুলোকে সর্বনাম পদ বলা হয়।

সর্বনাম পদের শ্রেণিবিভাগ:

বাংলা ব্যাকরণে সর্বনাম পদকে দশটি শ্রেণীতে ভাগ করা হয়:

১) পুরুষবাচক সর্বনাম:

উদাহরণ: আমি, তুমি, সে, আপনি, ইনি, উনি, এরা, তারা
২) স্ত্রীবাচক সর্বনাম:

উদাহরণ: তুমি, আপনি, ইনি, উনি, এরা, তারা
৩) নিরপেক্ষ সর্বনাম:

Read More:  Mastering the Verb "Draw": Exploring Draw, Drew, and Drawn

উদাহরণ: সে, এটি, ইহা, ওই, এটা, যে, কে, কি
৪) সম্প্রদায়বাচক সর্বনাম:

উদাহরণ: আমরা, তোমরা, তারা, সকলে, সবাই
৫) নির্দেশক সর্বনাম:

উদাহরণ: এই, ওই, সেই, এ, ঐ, সে, ইহা, ইনি, উনি
৬) প্রশ্নবাচক সর্বনাম:

উদাহরণ: কে, কী, কোন, কোথা
৭) অসম্পূর্ণ সর্বনাম:

উদাহরণ: কিছু, কেউ, কতক, কত
৮) অনির্দিষ্ট সর্বনাম:

উদাহরণ: কেউ, কিছু, অনেকে, সবাই
৯) সামঞ্জস্যবাচক সর্বনাম:

উদাহরণ: একই, অন্য, একে অপর
১০) সর্বসর্বনাম:

উদাহরণ: সব, সকল, সমস্ত

অথবা,

(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি)

কালান্তর, মিশকালো, সিংহাসন, প্রভাত, হাতেখড়ি, তেপায়া, উপকণ্ঠ, রাজপুত্র।

৩। (ক) অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর ।

অথবা,

(খ) যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ :

(i) তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।সাবধান পূর্বক চলবে।

(iii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।

(iv) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।

(v) কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।

(yi) কুপুরুষের মতো কথা বলছো কেন?

(ii) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।

(viii) তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।

(ক) যে কোনো পাঁচটি শব্দের পারিভাষিক রূপ লেখ :

Acting, Ballot, Cartoon, Dela, Public works, Hood, Light year, Sabotage.

অথবা,

(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর :

He who loves his country is a patriot. The patriots love their country more dearly than their lives. They are ready to lay down their lives for the welfare of their country. Everybody honours them. They live even after their death.

কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে ‘অফিসার পদে নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা কর।

অথবা,

(খ) তোমার কলেজে উদযাপিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে একটি প্রতিবেদন রচনা কর।

এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান

৫। (ক) সারাংশ লেখ :

আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন প্রচন্ডবেগে শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়ত লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয় ।

(অ) ভাব-সম্প্রসারণ কর :

স্বদেশের উপকারে নাই যার মন

অথবা,

কে বলে মানুষ তারে? পশু সেই জন।

(ক) করোনা ভাইরাসের বিস্তাররোধে সতর্কতা বিষয়ে দুই শিক্ষার্থীর সংলাপ রচনা কর ।

অথবা,

প্রদত্ত গল্পসংকেত অনুসরণে একটি খুদে গল্প রচনা কর :

ইচ্ছে থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গাঁয়ের মেয়ে সুমনা।

আরো পড়ুনঃ এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র প্রশ্ন সমাধান

Leave a Comment